আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈচিং এমপি। শনিবার সকাল ১০টায় আলীকদম ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আয়োজিত বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
মন্ত্রী এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে আলীকদম কিন্ডারগার্টেন স্কুল ভবন উদ্বোধন, আলীকদম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ ভিত্তিপ্রস্তর এবং নয়াপড়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ভবন উদ্বোধন করেন।
পার্বত্যমন্ত্রী বলেন, পার্বত্য এলাকায় এখনো অনেক ছেলেমেয়ে স্কুলে যেতে পারে না, দুর্গম এলাকা ও নানা প্রতিকুলতার কারণে। শেখ হাসিনার সরকার সে প্রতিবন্ধকতা দূর করতে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়কে আবাসিক বিদ্যালয় করার পরিকল্পনা হাতে নিয়েছে। যে সমস্ত অঞ্চলে বিদুৎ পৌছানো যাবে না, সে অঞ্চল গুলোতে চলতি বছরের মধ্যে ৪০ হাজার সোলার বিতরণ করা হবে বলে জানান মন্ত্রী। এলাকার শিক্ষার হার বৃদ্ধি ও শিক্ষা ক্ষেত্রে যেকোন ধরনের সহযোগতা করার জন্য স্থানীয় প্রশাসন, জন প্রতিনিধিদের তিনি নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন ৯৭ বিগ্রেড কমান্ডার মাশরুল হোসাইন ভূইঁয়া। আলীকদম ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মেজর আরিব মাহমুদ। এছাড়াও আলীকদম উপজলার বিভিন্ন দপ্তপরের কর্মকর্তা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।