দুদকের উদ্যোগে লংগদুতে বিতর্ক প্রতিযোগিতা

রাঙামাটির লংগদু উপজেলায় দুর্নীতি দমন কমিশন কমিশনের উদ্যোগে সততা সংঘের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়।
শনিবার ‘সমাজের উন্নয়নে দুর্নীতি প্রধান অন্তরায়’ এই বিষয়ের আলোকে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নুরুল করিমের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক উছমান গনির পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি লংগদু উপজেলা শাখার সভাপতি ও গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান। এছাড়া লংগদু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুছা, রাবেতা কলেজের প্রভাষক তাজ মাহমুদ সহ বিদ্যালয়ের অন্যান্য সিনিয়র শিক্ষকগণ ও ছাত্র ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ বিতর্কে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন।