
অপহৃত এইচডব্লিউএফ এর দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে রাঙামাটির সাপছড়ি, বোধিপুর, কুদুকছড়ি ও ঘিলাছড়িতে একযোগে তিন নারী সংগঠন (হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি) এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টায় ঘন্টাব্যপী অনুষ্ঠিত মানববন্ধনে জেলার প্রতিটি উপজেলা থেকে সকল বয়সী নানা পেশাজীবির নারী ও পুরুষ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন এবং অপহৃত নেত্রীদ্বয়ের দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধারের জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) রাঙামাটি জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি রুপসী চাকমা।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার ৬ দিন অতিবাহিত হতে চললেও প্রশাসনের পক্ষ থেকে অপহৃতাদের উদ্ধারের কোন উল্লেখ্যযোগ্য তৎপরতা নেই। এতে অপহৃতাদের জীবন নিয়ে অনেকটা শঙ্কার সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা। বক্তারা মানববন্ধন থেকে অপহৃত এইচডব্লিউএফের দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অবিলম্বে অক্ষত অবস্থায় উদ্ধারে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।(বিজ্ঞপ্তি)