দৃশ্যত স্থবির হয়ে পড়া রাজনীতির ময়দানেও সংগঠনকে সক্রিয় রাখতে নিজের নতুন নেতৃত্ব বেছে নেয়ার পথেই হাঁটল দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর রাঙামাটি জেলা কমিটি।
‘মেয়াদ আগেই ফুরিয়েছে’- এমন দশটি সাংগঠনিক ইউনিটের আহŸায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি বুধবার রাতে। জেলা ছাত্রদলের মোট ১৭ টি সাংগঠনিক ইউনিটের মধ্যে এখনো মেয়াদ আছে ৫ টির। বাকি ১২ টির মধ্যে ১০ টির ২১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি ঘোষণা করে জানানো হয়েছেন,আগামী শুক্রবার বাকি ২ টিরও আহŸায়ক কমিটি ঘোষণা করা হবে।
ঘোষিত কমিটিগুলোতে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে যার আছেন,তারা হলে-
কাউখালী উপজেলা
আহ্বায়ক-তারেক হাসান
সদস্য সচিব-জাহেদুল ইসলাম রাসেল
কাউখালী ডিগ্রি কলেজ
আহ্বায়ক-ইকবাল হোসেন
সদস্য সচিব- আজিজুল হক সুমন
রাঙামাটি শহর
আহ্বায়ক-খাইরুল ইসলাম রানা
সদস্য সচিব-আব্দুস শাকুর জাভেদ
রাঙামাটি সরকারি কলেজ
আহ্বায়ক – আল আমিন
সদস্য সচিব-অলি আহাদ
কাপ্তাই উপজেলা
আহ্বায়ক – সেকান্দার আলী রাসেল
সদস্য সচিব-মোঃ ইব্রাহীম
লংগদু মডেল কলেজ
আহ্বায়ক – শাহাদাত হোসেন সাজ্জাদ
সদস্য সচিব-খোকন মিয়া
বরকল উপজেলা
আহ্বায়ক– মোঃ ইব্রাহীম
সদস্য সচিব– মো: সুমন
নানিয়ারচর উপজেলা
আহ্বায়ক– মোঃ হাসান মল্লিক
সদস্য সচিব-মোঃ হেলাল মিয়া
জুরাছড়ি উপজেলা
আহ্বায়ক-জুয়েল চাকমা
সদস্য সচিব-কল্লোল চাকমা
বিলাইছড়ি উপজেলা
আহ্বায়ক – শহীদুল ইসলাম
সদস্য সচিব-আকবর আলী
যে দুটি ইউনিটের কমিটি শুক্রবার ঘোষণা করা হবে সেই দুটি হলো লংগদু উপজেলা ও কর্ণফুলি কলেজ।
জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেলা সভাপতি ফারুক আহমেদ সাব্বির পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে জানিয়েছেন,সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে সংগঠনকে আরো শক্তিশালী,গতিশীল করতে এই আহŸায়ক কমিটিগুলোর নেতৃত্বে আগামী দুইমাসের মধ্যেই ইউনিটগুলো সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে তুলে দিতেই কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে এটি করা হয়েছে।’
সাব্বির বলেন- এই কমিটিগুলোর মেয়াদ দুইমাস। এরা দুইমাসের মধ্যেই সম্মেলন করে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। মূলত: সংগঠনকে শক্তিশালী করতেই আমাদের এই উদ্যোগ। যে পাঁচটি কমিটির এখনো মেয়াদ আছে,তাদের মেয়াদ পূর্ণ হলে সেখানেও একই রকম উদ্যোগ নেয়া হবে।’