
অদিতি আফ্রোদিতি
রাত পেরোলেই কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল। বাংলাদেশের দর্শকদের কাছে আকাশসম জনপ্রিয় এই দুই দলের সমর্থক। বাংলাদেশী সমর্থকরা নিজ নিজ দলের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আছেন নানা সমীকরণে। আবেগে ভাসছেন কম বেশি সবাই। সাধারনের পাশাপাশি আমরা জানার চেষ্টা করেছি রাঙামাটির নেতাদের কার প্রিয় দল কোনটি।
রাঙামাটির রাজনীতির অভিভাবক হিসেবে পরিচিত দীপংকর তালুকদার। সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী রাঙামাটির বর্তমান সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার ‘ব্রাজিল’ এর পক্ষে তার দৃঢ় সমর্থনের কথা জানিয়েছেন, আমি বরাবরই ব্রাজিলের নান্দনিক ফুটবলের সমর্থক। আমি জিতলেও ব্রাজিল,হারলেও ব্রাজিল। জীবনে যেমন আওয়ামীলীগ ছাড়া আর কোন দল করি নাই,তেমনি ব্রাজিল ছাড়াও আর কাউকে সমর্থন করিনি। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী দীপংকর তালুকদার বলছেন-‘ অবশ্যই ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।’
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে মাত্রই নিয়োগ পেয়েছেন নিখিল কুমার চাকমা। ব্রাজিলের সিরিয়াস সমর্থক নিখিল বলছেন- পেলে যে দলের খেলোয়াড়,সেই দলকে সমর্থন না করে উপায় আছে ? আমি ছেলেবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। ব্রাজিলই এবার চ্যাম্পিয়ন হবে। বাসার সবাইকে সাথে নিয়ে খেলা দেখব।’
তবে জেলার রাজনীতির শীর্ষ দুই নেতা ব্রাজিলের সমর্থক হলেও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর ‘আর্জেন্টিনার’ সমর্থক। তিনি জানালেন, কৈশরে ১৯৮৬ সালের বিশ্বকাপে ম্যারাডোনার অসাধারন খেলা দেখে চোখে যে মুগ্ধতা ভর করেছিলো,তা আজো কাটেনি। আমি বরাবরই আর্জেন্টিনার সমর্থক। এবার আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে।’
রাঙামাটির নগর পিতা আকবর হোসেন চৌধুরী। কৈশর থেকে আর্জেন্টিনার সমর্থক আকবর বলছেন, আর্জেন্টিনার প্রতি আমার সমর্থন ও ভালোবাসা কৈশরকাল থেকেই। তাদের খেলার সৌন্দর্য,শৈল্পিকতা এবং খেলোয়াড়দের ভদ্রতাই আমাকে টানে। আমার বিশ্বাস এবার আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে।’