নাটকীয়তার যেনো শেষই হচ্ছেনা রাঙামাটি জেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে। একের পর এক নানান নাটকীয়তার পর শনিবার রাতে সভাপতি পদে দীপংকর তালুকদারকে সমর্থন জানিয়ে এক যুক্ত বিবৃতি পাঠিয়েছে আওয়মীলীগের নয়টি সহযোগী সংগঠন।
রাতে ইমেইলে পাঠানো এই বিবৃতিতে, ‘আগামী ২৪ মে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সম্মেলনে পুনরায় দীপংকর তালুকদার এমপিকে সভাপতি হিসেবে ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করতে সকল কাউন্সিলরদের প্রতি আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।’
দীপংকর তালুকদারের সমর্থনে সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সভায় গত ১৯ মে এ সিদ্ধান্ত নেয়া হয়’ বলেও দাবি করা হয় বিবৃতিতে। বিবৃতির সাথে দুইটি যৌথ ছবিও পাঠানো হয় ।
বিবৃতির খবর গণমাধ্যমে পাঠিয়ে জানানো হয়,‘সেই সিদ্ধান্তের আলোকে সহযোগী সংগঠনের সভাপতি সাধারন সম্পাদকসহ সকলের সমন্বয়ে গঠিত একটি টিম রাঙ্গামাটি শহরসহ বিভিন্ন উপজেলায় জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি দীপংকর তালুকদারকে সমর্থনেরর জন্য আহবান জানিয়ে কাউন্সিলরদের কাছে ভোট চাচ্ছেন বলে জানিয়েছেন জেলা কাউন্সিলর ও কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার।’
জাহিদ আকতারকে কোট করে বিজ্ঞপ্তিতে বলা হয়,‘ যৌথসভায় রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, সাধারন সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা শ্রমিকলীগের সভাপতি মোকতার আহমদ, সাধারন সম্পাদক শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোঃ শাওয়াল উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ শাহজাহান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার সুজন, সাধারন সম্পাদক প্রকাশ চাকমা, জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আকতার, সাধারন সম্পাদক লেখিকা চাকমা, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার, সাধারন সম্পাদক উদয় শংকর চাকমাসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।’
‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর রাজপথে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে রাজপথে প্রতিবাদ জানানো সাবেক কেন্দ্রীয় ছাক্রলীগের নেতা ও বর্তমান জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা দীপংকর তালুকদার এমপি আওয়ামীলীগের চরম দুঃসময়ে পাহাড়ে আওয়ামীলীগের হাল ধরেছিলেন। সেই কঠিন সময়ে দলের হাল ধরার কারনে আওয়ামীলীগ আজ অত্যন্ত সুসংগঠিত। তার অক্লান্ত পরিশ্রমের কারনেই আওয়ামীলীগসহ প্রতিটি সহযোগী সংগঠন আজ শক্তিশালী। আওয়ামীলীগের শক্তিশালী এই অবস্থানকে দুর্বল করতে বর্তমানে জননেতা দীপংকর তালুকদারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। অতীতের মতো সকল ষড়যন্ত্র প্রতিহত করে দলের স্বার্থে আগামী ২৪ মে জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে পুনরায় কাউন্সিলররা তাকে নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।’
‘ইতিমধ্যে রাঙ্গামাটির বরকল ও ২১ মে লংগদু উপজেলায় দীপংকর তালুকদারের সমর্থনে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সফর করেছেন বলে জানিয়েছেন জাহিদ আকতার- এমন দাবিও করা হয় বিজ্ঞপ্তিতে।
তবে সভাপতি পদে দীপংকরকে সমর্থন করলেও সাধারন সম্পাদক পদ নিয়ে কোন মন্তব্য নেই বিজ্ঞপ্তিতে।
যৌথ বিজ্ঞপ্তি ও বিবৃতির বিষয়টি নিশ্চিত করে কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার বলছেন, ‘আমরা সভাপতি পদে সমর্থন করেছি,সাধারন সম্পাদক পদে আমাদের কোন সমর্থন বা বক্তব্য নেই।’