দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাজুর বাবা আলী আশ্রাফ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল পৌনে ৭টায় তিনি উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ৩ ছেলে, ২ মেয়ে এবং স্বজনসহ অসংখ্য গুনগ্রাহীঅ রেখে গেছেন।
প্রেসক্লাব সভাপতির পিতার মৃত্যুতে দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি মোহাম্মদ কাশেম, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমাসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।