দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় লকডাউনে ঘরবন্দি দরিদ্র অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় দীঘিনালা ডিগ্রি কলেজ মাঠে ত্রাণসামগ্রী বিতরণ আনুষ্ঠানিক উদ্ভোধন করেন শরণার্থী বিষয়ক টাষ্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংশুপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোহাম্মদ কাশেম প্রমুখ।
উপজেলার ৫ ইউনিয়নে পৃথক পৃথকভাবে ৭৫০পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। প্রতি পরিবারকে দেয়া হয়েছে- ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন ও ১ লিটার তেল।