খাগড়াছড়ির দীঘিনালার দূর্গম চার গ্রামের ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেছে সেনাবাহিনী। চলমান করোনা ভাইরাসের কারণে কর্মহীন দুস্থ মানুষের মাঝে শুক্রবার দিনভর ত্রাণ বিতরন করা হয় দীঘিনালা সেনাজোনের পক্ষ্য থেকে। জোন অধিনায়ক লেঃ কর্ণেল আদনান কবির পিপিএম (বার) এবং জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ সাকিব হোসেন পাহাড়ি অধ্যূষিত দূর্গম এলাকার দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌছে দিয়েছেন।
সেনাজোন সূত্রে জানা যায়, প্রতি পরিবারের প্যাকেটে ত্রাণ হিসেবে দেওয়া হয়েছে ১০কেজি চাল, ২কেজি আলু, ১কেজি তেল, ২কেজি আটা, ২কেজি ডাল, ১কেজি লবন এবং ২টি সাবান।
করোন ভাইরাসের কারণে কাজ কর্ম বন্ধ থাকায় সীমাহীন অভাবে সন্তানদের নিয়ে দিন কাটছিল দাবী করে সেনাবাহিনীর ত্রাণ পেয়ে অনেক খুশি হয়েছেন বলে জানান, ধনপাতা এলাকার সুইনা চাকমা (৪০), মালতি চাকমাসহ (৩৮) স্থানীয় বাসিন্দারা।
জোন অধিনায়ক লেঃ কর্ণেল আদনান কবির পিপিএম (বার) জানান, উপজেলার দূর্গম এলাকা বিবেচনায় শুক্রবার ধনপাতাছড়া, বাঙ্গালিচান কার্বারি পাড়া, জারুলছড়ি এবং বড়–য়া পাড়ায় ত্রাণ বিতরন করা হয়েছে। করোনার এই মহামারি পরিস্থিতিতে জোনের পক্ষ্য থেকে দুস্থদের মাঝে ত্রাণ বিতরন চলমান থাকবে বলেও জানান তিনি।
Breraking
- বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথদেবের রথযাত্রা
- লামা উপজেলা ও পৌর শ্রমিকলীগের কমিটি
- নানান আনুষ্ঠানিকতায় রাঙামাটিতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
- একটা গাছ কাটলে, দুইটা গাছ লাগাতে হবে: পার্বত্য মন্ত্রী
- বসতঘরের ওপর বাস!
- সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে বোমাং সার্কেল হেডম্যান সম্মেলন
- রাজস্থলীতে উন্নয়ন বোর্ডের সোলার প্যানেল বিতরণ
- রাবিপ্রবি কর্মচারীদের ১১ দফা দাবিতে মানববন্ধন