দীঘিনালায় হানাদারমুক্ত দিবস পালন

দীঘিনালায় হানাদারমুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে পুষ্পমাল্য অর্পণ, পতাকা উত্তোলন, বিজয়র্যালি, আলোচনা সভা, এবং মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদান করা হয়।
রবিবার সকালে উপজেলা পরিষদে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে শুরু হয় বিজয় র্যালি। র্যালিতে নেতৃত্ব দেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল আদনান কবির বিপিএম, পিএসসি, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, ওসি উত্তম চন্দ্র দেব।
র্যালি শেষে উপজেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দীঘিনালা শাখার সভাপতি মো. এরশাদ আলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জোন অধিনায়ক লেঃ কর্নেল আদনান কবির বিপিএম, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, ওসি উত্তম চন্দ্র দেব। সেখানে উপজেলার মুক্তিযোদ্ধাদের হাতে অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন।