খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর লাইটনিং টুয়েলভ’র রেজিমেন্টাল পতাকা প্রদান ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর এডহক ফরমেশন ট্রেনিং রিক্র্যুট সেন্টারে (এএফআরটিসি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার।
এসময় অন্যন্যের মাঝে প্যারেড কমান্ডার লেঃ কর্নেল গোলাম আজম, প্যারেড এ্যাডজুয়েটেন্ট লেঃ নাভিদ বিন জামান, কন্টিনজেন্ট কমান্ডার মেজর আবুল বাশার, খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সামরিক-বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, খাড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা মংশেপ্রু চৌধুরী অপুসহ জেলার বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এর আগে ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে লাইটনিং টুয়েলভ-এর রেজিমেন্টাল কালার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডের সালাম গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার।
এসময় লাইটেনিং টুয়েলভ এর সংক্ষিপ্ত ইতিহাস ও ইউনিটটির খেলাধুলা, প্রশিক্ষণ প্রতিযোগিতা, জাতিসংঘ মিশন, আন্তর্জাতিক অঙ্গণে অবদান, পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি, পানছড়ি, কাপ্তাই ও বাঘাইহাট জোনে দায়িত্ব পালনকালীন ইউনিটটির অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অভিযানিক সাফল্য তুলে ধরা হয়।
পরে ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে ইনফ্যান্ট্রি লাইটেনিং টুয়েলভ’র কালার প্রদান উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি।