খাগড়াছড়ি
দীঘিনালায় রোটারী ক্লাব অব কুমিল্লা সিটির চাদর বিতরণ

দীঘিনালা প্রতিনিধি ॥
জেলার দীঘিনালায় পাহাড়ি-বাঙালি হতদরিদ্র মানুষের মাঝে গায়ের চাদর বিতরণ করেছে রোটারী ক্লাব অব কুমিল্লা সিটি। শনিবার দুপুরে উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকার ১০০মানুষের মাঝে চাদর বিতরণ করা হয়।
বেতছড়ি জেতবন বৌদ্ধবিহার প্রাঙ্গণে চাদর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোহাম্মদ কাশেম। এতে বিশেষ অতিথি ছিলেন মেরুং ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি, বেতছড়ি কার্বারি এসোশিয়েশনের সভাপতি হেমব্রত চাকমা এবং রোটারী ক্লাব অব কুমিল্লা সিটির সাবেক সভাপতি কৌশিক আহমেদ। এসময় স্থানীয় হতদরিদ্র নারী পুরুষের হাতে অতিথিরা চাদর তুলে দেন।