জাকির হোসেন, দীঘিনালা
খাগড়াছড়ি জেলার দীঘিনালা-বাবুছড়া সড়কে একটি যাত্রীবাহি বাসে এবং একটি মাহেন্দ্র ট্রাক্টরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।
উপজেলা বাস লাইন কন্ট্রোলার মিন্টু চৌধুরী জানান, ‘বাবুছড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শান্তি পরিবহনের বাসটি পুকুর ঘাট এলাকায় পৌঁছলে বাসের গতিরোধ করে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। তবে এতে কেউ হতাহত হয়নি। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে বাসের প্রায় অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।’
মিন্টু আরও জানান, এর কিছুক্ষণ আগে একই সড়কের উদালবাগান এলাকায় আরেকটি মাহেন্দ্র ট্রাক্টরেও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
বাবুছড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি এবং বাবুছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মুজিবুর রহমান জানান, বাস থেকে যাত্রী নামিয়ে দিয়ে অগ্নিসংযোগ করেছে বলে তিনি জেনেছেন; সে কারণে হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার ভোর রাতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর টহলদলের হাতে অস্ত্রসহ আটক হয়েছিলেন ইউপিডিএফের (প্রসিত খীসা) উপজেলা উপজেলা সংগঠক মিলন চাকমা (৪৭)। এরপর আটক মিলন চাকমা অসুস্থ হয়ে পড়লে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয় বলে জানানো হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে।
অপরদিকে ইউপিডিএফ দাবি, করছে নির্যাতনের কারণে মিলনের মৃত্যু হয়েছে।
স্থানীয়দের ধারণা, মিলন চাকমা আটকের ঘটনার জের ধরেই গাড়িতে অগ্নি-সংযোগের ঘটনা ঘটছে।
এ ব্যাপারে জানার জন্য দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) পেয়ার আহাম্মদের মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।