খাগড়াছড়ির দীঘিনালায় ভরদ্বাজ মুনির মৃত্যু বার্ষিকী পালন করেছে ইউপিডিএফ। ২৫তম মৃত্যু বার্ষিকীতে সকালে ভরদ্বাজ মুণির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। পরে দুপুরে আয়োজন করা হয় স্মরণসভার।
১৩ অক্টোবর ছিল ভরদ্বাজ মুণির ২৫তম মৃত্যু বার্ষিকী। ১৯৯২ সালের ১৩ অক্টোবর একটি হত্যকান্ডের ঘটনার জের ধরে সাম্প্রদায়িক সংঘর্ষে উপজেলার বাবুপাড়া এলাকায় নিহত হন ভরদ্বাজ মুণি। এর পর থেকেই প্রতিবছর নিহতের পরিবারসহ পাহাড়ের আঞ্চলিক সংগঠক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ দিনটি পালন করে আসছে। শুক্রবার সকালে ইউপিডিএফ এবং সহহোযাগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, যুব ফোরাম, হিল উইমেন্স ফডারেশন, নারী সংঘের নেতাকর্মীরা এবং ভরদ্বাজ মুণির পরিবার নিহতের স্মৃতিস্তম্ভে পৃথক পৃথক পুস্পস্তবক অর্পণ করেন। সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা। এর পর দুপুরে স্মরণসভাও করা হয়।
1 Comment
ভরদ্বাস মুনিকে শ্রদ্ধা করি তিনি পাবত্যচট্টগ্রাম জুন্মজাতির চেতনার জন্য জীবন ত্যাগ করেছে ?