খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় ৫১ বিজিবি ব্যাটালিয়ান বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার বিজিবির সদর দপ্তরে ৫৩০টি ফলদ, বনজ ও ঔষধি চারা লাগিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইকবাল হোসেন চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপ অধিনায়ক মেজর এটিএম আহশান, বাবুছড়া ইউপি চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা উপস্থিত হয়ে চারা রোপণ করেন।
অধিনায়ক বলেন, ‘একটি গাছ কাটলে ১০টি চারা লাগান’ প্রধানমন্ত্রীর এ বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। আর তা বাস্তবায়ন করার জন্য সকলের চারা লাগানো উচিত। গাছের গুরুত্ব তোলে ধরে তিনি আরো বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, বিশেষ করে পৃথিবীর বৈশ্বিক পরিবর্তন থেকে নিজেদের রক্ষার জন্য গাছের বিকল্প নেই।