
খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপডিএফ, প্রসিত) এক কর্মীকে পিস্তল ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার তাঁকে আটক করা হয়, পরে বিকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃত আশাপূর্ন চাকমা (৪০) বোয়ালখালি (সদর) ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পূর্নকুমার কার্বারী পাড়ার মৃনালকান্তি চাকমার ছেলে এবং ইউপিডিএফের (প্রসিত) চিফ কালেক্টর বলে প্রাথমিকভাবে জানা গেছে। উপজেলার ডানে বানছড়া এলাকা থেকে আটক করার পর তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭.৬ বোরের একটি পিস্তল এবং ৪রাউন্ড গুলি।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দ্বায়ের করা হবে।