দীঘিনালাতে ১ হাজার টাকা মানের কম্পিউটারে কালার প্রিন্টআউট করা জাল নোটসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তবে জালনোট সরবরাহের মূল হোতা পালিয়ে গেছে বলে পুলিশের নিকট স্বীকার করেছে আটককৃতরা।
ঘটনাটি মঙ্গলবার রাতে উপজেলার ছোটমেরুং এলাকায়। আটককৃতরা হলো ছোটমেরুং এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. রুবেল এবং একই এলাকার মো. ইউছুফের ছেলে মো. সুমন।
উপজেলার বোয়ালখালি বাজারের মান্না বড়–য়া জানান, বোয়ালখালির দুই ছেলের নিকট থেকে দুইটি পুরাতন মোবাইল ফোন ক্রয় করে আটককৃত দুইজন। বিক্রেতাদের ১ হাজার টাকা মানের জাল নোট দিয়ে চলে যায় তারা। পরে জাল নোট বুঝতে পেরে বিষয়টি তিনি (মান্না)সহ কয়েকজন মোবাইল ক্রেতাদের খোঁজতে মেরুং বাজারে যায়। একজনকে সেখানে পেয়ে আটক করে তার স্বীকারোক্তিতে ছোটমেরুং পুলিশ ফাাঁড়িতে হস্তান্তর করা হয়। এবং আটককৃতের স্বীকারোক্তিতে অপরজনকেও আটক করা হয়।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রহমান কবীর রতন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার আগের দিন ছোট মেরুং বাজারে তাঁর (চেয়ারম্যানের) ছোট ভাই মোহনের কাপড়ের দোকান থেকে আটককৃতরা জাল টাকা দিয়ে কাপড় কিনে নিয়ে যায়। চেয়ারম্যানের নিকট প্রাপ্ত তথ্য অনুযায়ী তিন জায়গায় এরা তিনটি জাল নোট দিয়েছে এবং নগদ পাওয়া গেছে ৯টি জোল নোট।
ছোটমেরুং পুলিশ ফাঁড়ির ইনচার্র্জ মো. বাছির মিয়া জানান, মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হলেও গতকাল (বুধবার) বিকালে আটককৃতদের থানায় পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আটককৃতরা প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছে, তারা এ জাল নোটগুলো নিয়েছে ভূইয়াছড়ির জনৈক মনিরের নিকট থেকে। সে মনির এখন পলাতক রয়েছে। এছাড়া যে নোটগুলো পাওয়া গেছে তার সবগুলোর নম্বর একই; তা থেকে ধারনা করা হচ্ছে এ নোটগুলো কোন কম্পিউটারের মাধ্যমে কালার প্রিন্টআউট করা হয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো: সামসুদ্দীন ভূইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মুল ঘটনা কি; এর সাথে আরো কেউ জড়িত কিনা তার বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
1 Comment
গত ২৮/০২/২০১৮ বন্দুকভাঙ্গা ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করতে গিয়ে নির্বাচন কমিশনের ২ সদস্য আহত হয়ে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন
তবে দুঃখের বিষয় হলো দুজন ই বাঙ্গালি,
১৬ জন সদস্য থাকা সত্বে ও তারা কোন অবাঙ্গালিকে মারধর করেনি,
আরো দুঃখের বিষয় হলো কোন পত্রিকায় কোন তা কেন আসেনি?
অথচ জনগুরুত্বপুর্ণ বিষয় হলে ও তা গুরুত্ব পায়নি
অথচ নির্বাচন কমিশন স্মার্ট কার্ড বিতরণ স্থগিত করেছে