দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির পাশের সড়কে এক চা-দোকানির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে দোকান থেকে বাড়িতে না ফেরায় (শুক্রবার) ভোর রাতে পার্শ্ববর্তীরা খোঁজ করতে গিয়ে পাশের সড়কে মস্তকবিহীন লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
ঘটনাটি উপজেলার মেরুং ইউনিয়নের হাজাছড়া এলাকায়। নিহত জাহাঙ্গীর আলম (৫৫) হাজাছড়া গ্রামের মৃত সফিকের ছেলে। তিনি ছোট মেরুং বাজারে ছোট্ট একটি চা-দোকান করতেন। বৃহষ্পতিবার মেরুং হাটবার ছিল; সে কারণে সে রাতে দোকান বন্ধ করতে বাড়ি ফিরতে বিলম্ব হয়। স্থানীয়দের ধারনা, বাড়ি ফেরার পথেই তাঁকে হত্যা করা হয়েছে।
নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী খাদিজা বেগম (৩০) তিন শিশু কন্যা সাদিয়া (১১), ফাহিমা (৭) এবং মহিমা (১)কে সামনে নিয়ে আহাজারি করছেন। খাদিজা জানান, রাত ৯টার দিকে তিনি স্বামীর সাথে ফোনে কথা বলেছিলেন। তখন তাঁকে স্বামী জানিয়েছিলেন, শুক্রবার দোকান খুলবেন না; সারাদিন বাড়িতে থেকে বাড়ির কাজ করবেন। শেষ ইচ্ছেটাও পূর্ন হলোনা জাহাঙ্গীরের।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ পেয়ার আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধারের পর হত্যা রহস্য উদঘাটনে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এইমাত্র প্রকাশিতঃ
- লংগদুতে পাড়াকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
- নানা আয়োজনে বান্দরবানে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- থানচিতে সুলভ মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু
- রাঙামাটিতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবারো রাতের আগুনে পুড়লো কলেজ গেইট বাজার
- বন্যার্তদের সহায়তায় বিএনপি’র অর্থ সংগ্রহ
- রাঙামাটিতে এপিবিএনের টহল কার্যক্রম শুরু
- কাউখালীতে আটক ১