দীঘিনালায় গাঁজাসহ পিসিপি নেতা আটক

দীঘিনালা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ (প্রসিত) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের এক নেতাকে গাঁজাসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ জানায়, শনিবার উপজেলার বাবুছড়া ইউনিয়নের বাবুছড়া নতুন বাজার থেকে বড়াদম এলাকার দিকে যাওয়ার সময় বাবুছড়া পুরাতন বাজার এলাকায় নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা চৌকিতে তাকে আটক করা হয়। আটক অনন্ত চাকমা (২০) উপজেলার কবাখালী ইউনিয়নের কৃপাপুর এলাকার রিপন জ্যোতি চাকমার ছেলে এবং ইউপিডিএফ (প্রসিত) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) উপজেলা শাখার কোষাধ্যক্ষ। তাকে আটকের পর তল্লাশি করে তার নিকট থেকে ৯০০ গ্রাম গাজা উদ্ধার করেছে বলে জানিয়েছে।
অপরদিকে পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি নিকেল চাকমা চাকমা দাবি করেছেন, অনন্ত চাকমা প্যান্ট কেনার জন্য বাজারে যাচ্ছিলেন। মাঝ পথ থেকে তাকে আটক করা হয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ মাদক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।