দীঘিনালা প্রতিনিধি ॥
জেলার দীঘিনালার বাবুছড়া এলাকায় চলছে অঘোষিত অবরোধ। দীঘিনালা-বাবুছড়া সড়কে কোন যানবাহন চলছেনা। বড়াদম বাজারসহ সে সড়কের দুপাশের দোকানও রয়েছে বন্ধ। তবে কোন সংগঠনের পক্ষ থেকে কোন ধরনের অবরোধের ডাক দেয়া হয়নি। মুলত আতংকে দোকানপাট এবং যান চলাচল বন্ধ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মঙ্গলবার ভোর রাতে বাবুছড়া এলাকা থেকে ইউপিডিএফ প্রসিত পক্ষের উপজেলা সংগঠক মিলন চাকমা (৪২) পিস্তলসহ আটক হন আইনশৃংখলা রক্ষাকারী টহলদলের হাতে। অসুস্থ মিলন চাকমা আটকের পর তার অসুস্থতা বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। এ ঘটনার জের ধরে সন্ধায় বাবুছড়া-দীঘিনালা সড়কের পুকুরঘাট এলাকায় একটি মাহেন্দ্র ট্রাক্টর এবং শান্তি পরিবহনের একটি যাত্রীবাহি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এরপর থেকেই বাবুছড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, জরুরি প্রয়োজনে সাধারণ লোকজন এবং শিক্ষার্থীরা পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। দোকানপাট রয়েছে সম্পূর্ণ বন্ধ। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।