রাঙামাটি
দায়িত্ব নিলেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান মিলন

কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ইউনিয়ন এর নব নির্বাচিত চেয়ারম্যান আক্তার হোসেন মিলন দায়িত্ব গ্রহন করলেন। রবিবার এই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
এইসময় নবনির্বাচিত চেয়ারম্যান ও বিদায়ী চেয়ারম্যান পরস্পরকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান। অনুষ্ঠানে ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সচিব এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।