শ্রী শ্রী দশভূজা মাতৃমন্দিরের ৩১ বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার মন্দির প্রাঙ্গণে কমিটির এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
এতে এডভোকেট দুলাল কান্তি সরকারকে সভাপতি ও তাপস কান্তি দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির সহ-সভাপতি পদে যথাক্রমে ত্রিদিব কান্তি দাশ, দেবব্রত চৌধুরী কুমকুম, মৃদুল দত্ত, সুধীর মজুমদার, মৃদুল ধর, কাজল নন্দী, কমল বিকাশ দে’কে নির্বাচিত করা হয়। এতে সেন্টু সরকার ও সৈকত দাশ রানাকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কোষাধ্যক্ষ পদে অরুণ কান্তি দাশ, সহ-কোষাধ্যক্ষ মিন্টু ধর, সাংগঠনিক সম্পাদক শিবু রায়, সহ-সাংগঠনিক সম্পাদক বটন ধর, দপ্তর ও প্রচার সম্পাদক রাজীব সাহা, সহ দপ্তর ও প্রচার সম্পাদক গোবিন্দ দেব, সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব চৌধুরী, পূজা বিষয়ক সম্পাদক তড়িৎ ভট্টাচার্য্য, সহ-পূজা বিষয়ক সম্পাদক রাখাল ভৌমিক, মহিলা সম্পাদিকা কৃষ্ণা দেব, সহ-মহিলা সম্পাদিকা ত্রয়া সরকার, কার্যকরি সদস্য যথাক্রমে অঞ্জন ধর, শংকর দাশ, চন্দন মহাজন, সুবল দাশ, সুমন ভৌমিক, কিষাণ ধর, লিটন সরকার, রুবেল ঘোষকে নির্বাচিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বয়োজ্যেষ্ঠ উপদেষ্টা সত্য নন্দী। কমিটির আগামী তিন বছরের দায়িত্ব পালন করবে।(বিজ্ঞপ্তি)