রাঙামাটির লংগদুতে গরীব অসহায় দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে দুটি দুস্থ পরিবারকে ১ বান্ডেল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবু নাছির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, প্রতি অর্থবছরে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক বরাদ্ধ পাওয়া ঢেউটিন এবং নগদ অর্থ অসহায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। প্রতিমাসেই দুস্থ পরিবারগুলো আর্থিক সাহায্যের জন্য আবেদেন করেন। এসব আবেদনের প্রেক্ষিতে পরিবারগুলোকে ঢেউটিন ও নগদ অর্থের চেক প্রদান করা হয়।
এইমাত্র প্রকাশিতঃ
- বঙ্গবন্ধু আদর্শ ফোরামের বৃক্ষরোপন কর্মসূচি
- ১৫ দিনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন প্রবর্তক চাকমা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিসিপির আহ্বায়ক কমিটি গঠিত
- লংগদু সরকারি কলেজে শোকসভা
- রাঙামাটি সাংবাদিক সমিতির বৃক্ষ সৃজন
- নিজ কার্যালয়ে প্রধান শিক্ষিকাকে পেটালেন শিক্ষা অফিসার
- বান্দরবানে সেনাবাহিনীর জিপ খাদে সৈনিকের মৃত্যু, আহত ৩
- জাতীয় শোক দিবসে সরকারি গণগ্রন্থাগারে আলোচনা ও দোয়া মাহফিল