করোনাভাইরাস আপডেটব্রেকিংরাঙামাটিলিড
দরিদ্রদের শুকনো খাবার বিতরণ সেনাবাহিনীর

রাঙামাটিতে সেনা রিজিয়নের পক্ষ হতে শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে পরিবেশ দূষণমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয় এবং শতাধিক হত দরিদ্রদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে কলেজ গেইট এলাকা থেকে এই কর্মসূচী শুরু করা হয়। রাঙামাটি সেনা রিজিয়নের জিটুআই মেজর মহি উদ্দিন ও ২০ বীর এর মেজর হাবিবুল্লা খান উপস্থিত ছিলেন।
সেনা কর্মকর্তারা জানান, করোনা প্রতিরোধে সচেতনা বৃদ্ধি এবং সড়কে ঝুকিমুক্ত রাখতে এই কর্মসূচী। সাধারণ মানুষকে ঘরে থেকে সরকারকে সহায়তা করতে আহŸান জানানো হয়। সব কিছু বন্ধ থাকায় শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই হত দরিদ্র এসব কর্মহীন মানুষের জন্য শুকনো খাবার বিতরণ করা হয়। যাতে কেউ খাবার সংকটের ওজুহাতে ঘর থেকে বের না হয়।