নিজস্ব প্রতিবেদক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশে এখন সবচেয়ে পরিবেশবান্ধব শিল্প গড়ে উঠেছে, এটা আমরা বলতে পারি। তিনি বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ২০০৮ সালে যে লক্ষ্য স্থির করেছি, সেটা বাস্তবায়ন হয়েছে। আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছি। তবে উন্নয়নশীল দেশের কিছু চ্যালেঞ্জ আছে, আমরা সেটা মোকাবিলা করতে প্রস্তুত।
তিনি বলেন, আগে নারীরা ন্যায্য পাওনা পেতেন না। আমরা ক্ষমতায় এসে নারীদের ন্যায্য পাওনা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। তারা যাতে সুন্দরভাবে নিরাপদে থাকতে পারেন সেজন্য শ্রমজীবী হোস্টেল করা হয়েছে। আমরা নারীদের নিরাপদ কর্মক্ষেত্রের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি।
বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রম কল্যাণ কেন্দ্রের আটটি নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়। এরমধ্যে কাউখালীর ঘাগড়া বাজারের পাশেই শ্রম কল্যাণ কমপ্লেক্সও উদ্বোধন করা হয়। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার কাউখালী উপজেলার ঘাগড়ায় এই নব নির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে সেনা কল্যাণ সংস্থা কাজটি বাস্তবায়ন করে।
এসময় রাঙামাটির ঘাগড়ায় শ্রম কল্যাণ কমপ্লেক্সে উপস্থিত ছিলেন খাদ্য বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঘাগড়া নির্মিত শ্রম কল্যাণ কমপ্লেক্সে রয়েছে ছয়টি পাঁচতলা বিশিষ্ট ভবন। এখানে পুরুষের থাকার জন্য ১০৪ ও মহিলাদের জন্য ৫১টি আসন রয়েছে। এছাড়া রয়েছে অফিসার্স ভবন, প্রশাসনিক ভবন।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম মন্ত্রণালয় সচিব এহছানে এলাহী বলেন, পার্বত্যাঞ্চলে কর্মরত শ্রমিকদের কল্যাণের সুবিধার্থে ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
শ্রম কল্যাণ কমপ্লেক্স উদ্বোধন শেষে রাঙামাটি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়গুলো হল যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেক্সটাইল মিল আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই দিন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণে নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন উদ্বোধন করেন খাদ্য বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এ সময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান কাউখালী উপজেলা চেয়ারম্যান শামসু দোহা চৌধুরী, কাউখালী নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা উপস্থিত ছিলেন।