বরিশাল থেকে খাগড়াছড়িতে থ্রি হুইলার কিনতে এসে মো. রিপন (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছে নিখোঁজ যুবকের পরিবার। নিখোঁজ যুবক মো. রিপন বরিশাল জেলার বানিয়াপাড়া উপজেলার শৌলিয়াবাকপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে।
এ বিষয়ে নিখোঁজের চাচাত ভাই মো. লিটন শনিবার খাগড়াছড়ি সদর থানায় অভিযোগ করতে এসেছেন বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।
নিখোঁজ রিপনের খোঁজে খাগড়াছড়ি আসা চাচাতো ভাই লিটন জানান, গত বুধবার সন্ধ্যায় এলাকার ইউনুস সর্দারকে সঙ্গে নিয়ে খাগড়াছড়িতে থ্রি হুইলার কিনতে আসেন রিপন। বৃহস্পতিবার দুপুর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার থেকে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ রয়েছে বলেও জানান তিনি।
নিখোঁজ রিপনের ব্যবসায়িক সহযোগী ইউনুস সর্দার জানান, বুধবার খাগড়াছড়ি আসার পর শহরের একটি হোটেলে রাত্রিযাপন করি। বৃহস্পতিবার সকালে স্বর্ণিভর এলাকায় গিয়ে অটোরিকশাচালক মনতোষ চাকমার বাড়িতে একটি থ্রি হুইলার দরদাম করি। এরপর খাগড়াছড়ির অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে আর ফিরে আসেনি। দুপুর সাড়ে ১২টার দিকে তার মুঠোফোনে কল করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর আমি তার বাড়িতে খবর দিই।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, নিখোঁজের পরিবার থানায় এসেছে অভিযোগ করতে। উভয় পক্ষের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।