নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানের থানচিতে রকেট লাঞ্চারের ৫টি গোলা বোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিস্ফোরকগুলো নিস্ক্রিয় করা হয়।
বিজিবি ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে জেলার থানচি উপজেলার তীন্দু ইউনিয়নের মিয়ানমার সীমান্ত অঞ্চলের তিন্দু এলাকায় পাহাড়ের অরণে অভিযান চালায় বলিপাড়া বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল খন্দকার মো: শরীফ উল আলমের নেতৃত্বে বিজিবির একটি দল। অভিযানে পাহাড়ের ঢালুতে একটি পরিত্যক্ত আস্তানায় মাটির নিচে লুকানো অবস্থায় রকেট লাঞ্চারের ৫টি গোলা বোম বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধারের পর বিস্ফোরক গোলাগুলো তিন্দুতে সেনাবাহিনীর বোম্ব স্কোয়াড দলের সদস্যদের নিস্ক্রিয় করার জন্য হস্তান্তর করা হয়। কিন্তু উদ্ধারকৃত বিস্ফোরকগুলো কোন সন্ত্রাসী গোষ্ঠীর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল খন্দকার মো: শরীফ উল আলম জানান, বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক গুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরকগুলো সেনাবাহিনীর মাধ্যমে নিস্ক্রিয় করা হয়েছে। বিস্ফোরকগুলো সন্ত্রাসী দল নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। ইতিপূর্বে থানচি, রুমাসহ আশপাশের এলাকাগুলো থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।