থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচি উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা: আবুল মনসুর, সহকারী কমিশনার ভূমি মো. সাইফুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ।
সভা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর, স্বাস্থ্য, শিক্ষা, জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা,বন বিভাগ, প্রধান মন্ত্রীর বিশেষ উপহারের আশ্রয়ন প্রকল্পসহ উপজেলা পরিষদে ন্যস্ত বিভাগসহ বিভিন্ন চলমান উন্নয়নমুলক কাজের বাস্তবায়নের অগ্রগতি বিষয়ের আলোচনা করা হয়েছে ।