থানচি প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জিআর খাত থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় বান্দরবান জেলা পরিষদের তত্ত্বাবধানের থানচির রেমাক্রী ও তিন্দু ২ ইউনিয়নে ৫০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাাপী এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি অন বাহাদুর ত্রিপুরা, সহ-সভাপতি উচমং মারমা, মহিলা নেত্রী মেপ্রু মারমা, ইউপি মেম্বার হ্লাথোয়াইপ্রু মারমা, চাইসাপ্রু মারমা, তিন্দু ইউপি আওয়ামী লীগের সভাপতি কাইথাং খুমী, মহিলা মেম্বার মেকসিন ¤্রাে, কোঅং কার্বারি, অময় কার্বারিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী সাংবাদিকদের বলেন, আগামী ২৩/২৪ জানুয়ারী থানচি সদর ও বলিপাড়া ইউনিয়নের মোট ৫০০ পিস কম্বল বিতরণ করা হবে। এছাড়াও সীমান্তে বড় মদকের জন্য পাঁচশ কম্বল বিতরণ করা হবে।