থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচি উপজেলা আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার বিকালে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাজার ও বাসস্ট্যান্ড ঘুরে থানচি বাজার প্রাঙ্গণে শেষ হয়। এসময় সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অংপ্রু ম্রো সঞ্চালনায় সিনিয়র সহ সভাপতি উবামং কারবারী, সহ সভাপতি মালিরাং ত্রিপুরা, মোহসীন মিয়া, সাংগঠনিক সম্পাদক সিমন ত্রিপুরা বক্তব্য রাখেন।
সমাবেশে অশালীন আপত্তিকর বক্তব্য ও প্রাণনাশের হুমকিদাতা ও বক্তব্যকারী সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।