রাঙামাটির লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থ পাহাড়ী পরিবারগুলো সরকারের ত্রান সহায়তা প্রত্যাখ্যান করছেন । এমনকি প্রশাসনের অস্থায়ী পূর্ণবাসন কেন্দ্রেও কেউ আসছেন না । তারা বলছেন,আমাদের যে পরিমান ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয় । একদিকে যেমন আমাদের সহায় সম্বল সব হারিয়েছি অন্যদিকে আমাদের মনের সাহসও হারিয়েছি । ত্রান দিয়ে কি হবে ? আমরা ঘটনার সুষ্ঠ ও নিরেপক্ষ বিচার চাই । ঘটনার সাথে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হোক এটাই আমদের দাবি এমনটাই জানালেন ক্ষতিগ্রস্থ একাধিক পরিবার ।
শুক্রবার সকালে অগ্নিসংযোগের ঘটনায় লংগদু উপজেলার ৪ টি গ্রামের মোট ২১২ টি পরিবার সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে । ঘটনার পরপরই প্রশাসন জরুরী সভা করে ক্ষতিগ্রস্থ পরিবার সমূহকে থাকার জন্য লংগদু বালিকা বিদ্যালয়ে অস্থায়ী পূর্ণবাসন কেন্দ্র চালু করেছে এবং প্রতি পরিবারকে ৩০ কেজি চাল এবং নগদ ১ হাজার টাকা প্রদানের উদ্যোগ নিয়েছে প্রশাসন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষতিগ্রস্থ পরিবারই এ সরকারি সহায়তা নিতে আসেনি ।
অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থ কিরণ চাকমা বলেন,আমাদের যে সুন্দর সাজানো জীবন যাপন ছিলো তা এখন আর নাই । মানুষের মতো বাঁচার কোনো পরিবেশ নাই । আমরা ঘটনার বিচার চাই,ত্রান চাইনা ।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এখন নিজেদের আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশির বাড়িতে দূর দূরান্তে অশ্রয় নিয়েছে বলে জানলেন সিকো চাকমা,পূন্যধন চাকমা,নিউটন চাকমা সহ একাধিক ক্ষতিগ্রস্থ পরিবার ।
৩ Comments
ম
দ্রুতবিচারচাইএবংশাশ
এসব নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিচার তো করতেই হবে।