প্রথম দফার পরীক্ষায় পজিটিভ আসা রাঙামাটির চার করোনা আক্রান্ত ব্যক্তির তৃতীয় দফা নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে চট্টগ্রামে বিআইডিআইটিতে। শনিবার এই নমুনা সংগ্রহ করা হয় বলে নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন অফিসের করোনা ইনচার্জ ডা: মোস্তফা কামাল।
ডা: মোস্তফা কামাল জানিয়েছেন, এটি যথাযথ নিয়ম হিসেবেই করা হয়েছে। যে কোন আক্রান্ত রোগির ক্ষেতেই দ্বিতীয় বার, কখনো কখনো তৃতীয় বারও পরীক্ষা করা হয়। এই ক্ষেত্রে সেই নিয়ম তৃতীয় দফা নমুনা সংগ্রহ করা হয়েছে।
প্রথমবার ২৯ এপ্রিল পাঠানো এই চার ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল সাতদিন পর পজিটিভ আসে গত ৬ মে। একই দিনে চারজনের করোনা পজিটিভ আসায় আতংক ছড়িয়ে পড়া শহরে চিকিৎসকরা জানান,চারজন আক্রান্তই দৃশ্যত: সুস্থ আছেন। ফলে ওইদিন আক্রান্তদের বসবাস করা এলাকা লকডাউন করে দেয়া হয় এবং পরদিন ৭ মে দ্বিতীয় দফা নমুনা সংগ্রহ করে পাঠানো হয় বিআইডিআইটিতে। সেই রিপোর্ট এখনো আসেনি।
ডা: মোস্তফা জানিয়েছেন,এই চারজন এবং তাদের সংস্পর্শে যারা এসেছিলেন,সেই মানুষগুলোর রিপোর্ট আমরা অগ্রাধিকার ভিত্তিতে দিতে অনুরোধ করেছি। আশা করছি ২/১ দিনের মধ্যেই রিপোর্টগুলো হাতে পাব।
প্রসঙ্গত, গত ৬ মে রাঙামাটির রিজার্ভবাজারের ১ নং পাথরঘাটায় ৯ মাস বয়সী এক শিশু,দেবাশীষনগর এলাকায় ১৯ বছর বয়সী এক যুবক,রাঙামাটি সদর হাসপাতালের ৩৯ বছর বয়সী এক নার্স এবং সংলগ্ন মোল্লাপাড়া এলাকার ৫০ বছর বয়সী এক শ্রমিকের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।