কাপ্তাই প্রতিনিধি ॥
তিনমাস বন্ধ থাকার পর বাঁশ পরিবহন চালু হয়েছে কাপ্তাইয়ে। বৃহস্পতিবার রাঙামাটি কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটে কাপ্তাই লেক হতে ট্রাকে বাঁশ বোঝাই শুরু হয়। এইসময় ট্রাকে ট্রাকে করে কাপ্তাই হতে দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসায়ীদের বাঁশ নিতে ব্যস্ত সময় পার করতে দেখা যায়।
বাঁশের বংশ বিস্তার ও প্রজননের জন্য(জুন হতে আগস্ট) এ তিন মাস সকল ধরনের বাঁশ কর্তন ও পরিবহণ বন বিভাগের পক্ষ হতে নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে। এ তিন মাস বাঁশ প্রজনন মৌসুম বিধায় পার্বত্যাঞ্চলে সকল ধরনের বাঁশ কর্তন ও পরিবহন নিষেধাজ্ঞা জারি করা হয়ে থাকে। এ মেয়াদ ২সেপ্টেম্বর তারিখ তুলে নেয়া হলেও নানা জটিলতায় তা চালু হয় ৮সেপ্টেম্বর।
গত বুধবার বাঁশ ব্যবসায়ী, ট্রাক মালিক এদের নিয়ে জেটিঘাট বাঁশ ব্যবসায়ী সমিতি কার্যালয়ে একটি জরুরি সভার মাধ্যমে বৃহস্পতিবার হতে পুনরায় বাঁশ পরিবহন চালু করা হয়।
বাঁশ ব্যবসায়ী আব্দ্লু মন্নান ও আবুল কাশেম জানান ২সেপ্টেম্বর হতে বাঁশ পরিবহনের চালু করা হলেও বিভিন্ন জটিলতা ও ট্রাক পরিবহনভাড়া বৃদ্ধি পাওয়ায় বাঁশ ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখে।
আবুল কাশেম নামে একজন ব্যবসায়ী বলেন, আগে এক ট্রাক বাঁশ বোঝাই করে ঢাকা নিতে ট্রাক ভাড়া লাগত ৩৩হাজার ৩৭০টাকা। কিন্তু তেলের দাম অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ার ফলে বর্তমান একটি ট্রাক বোঝাই বাঁশের গাড়ি ঢাকা নিতে মূল্য হচ্ছে ৪০হাজার ৩৭০টাকা।
বাঁশ ব্যবসায়ীর প্রতিনিধি ফজল আলম ও নুরুল আলম বাটন জানান, ক্ষতি পোষাতে না পারলে আগামীতে পার্বত্যাঞ্চল হতে বাঁশ ব্যবসা চিরতরে বন্ধ হয়ে যাবে। কোন ব্যবসায়ীরা লস দিয়ে ব্যবসা করবে না। যার ফলে সরকার রাজস্ব হারাবেএবং পাশাপাশি ট্রাক পরিবহন ও ব্যবসায়ীর ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
কাপ্তাই জেটিঘাট বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ি স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান, প্রতি বছরের ন্যায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ হতে জুন হতে আগস্ট বাঁশ বংশ বিস্তারের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। যার ফলে এই তিনমাস কোন ধরনের বাঁশ পার্বত্যাঞ্চল হতে পরিবহন বন্ধ থাকে। তবে বৃহস্পতিবার থেকে পুনরায় বাঁশ পরিবহন শুরু হয়েছে।