রেকর্ড তিনমাস সময়কাল ধরে পানির নীচে পাটাতন ডুবে থাকা ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতু থেকে পানি সরে গেছে এবং রবিবার থেকে জনসাধারন ও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সেতুটি।
গত বৃহস্পতিবার থেকে সেতু থেকে কাপ্তাই হ্রদের পানি সরে গেলেও শনিবার অবধি পর্যটক চলাচল করতে দেয়া হয়নি। রবিবার থেকেই আংশিকভাবে সেতুটি উন্মুক্ত করে দেয়া হয়েছে সেতুটি,সেটাই নিশ্চিত করেছেন কর্পোরেশন এর ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা।
আলোক বিকাশ চাকমা জানিয়েছেন, মাত্রই সেতুটির উপর থেকে পানি নেমে গেলো। এখন সেটি চলাচলের জন্য উপযুক্ত কিনা তা পরীক্ষা নীরিক্ষা করে প্রয়োজনীয় সংস্কার করা হবে। যদিও রবিবার থেকে আংশিকভাবে সেতুটি খুলে দেয়া হয়েছে,তবে পরীক্ষা নীরিক্ষা শেষে এর প্রয়োজনীয় সংস্কারও করা হবে । তিনি জানিয়েছেন, গত তিনমাস সেতুটি পানির নীচে তলিয়ে থাকায় পর্যটনের ব্যাপক ক্ষতি হয়েছে এবং আমরাও ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছি।
3 Comments
Tansu Ahmed ?? good news for u
?kbe niccho
Jobe 2mi ashteso…