রাঙামাটি
তিনটিলা বনবিহারে ভবন উদ্বোধন

ঐতিহ্যবাহী তিনটিলা বনবিহারে একটি আবাসন ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ভবনটি উদ্বোধন করেন রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি। উদ্বোধন শেষে তিনি একটি ধর্মীয় সভায় যোগদান করেন। এরপর তিনি বিহারের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অংশু প্রু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, জেলা পরিষদের মহিলা সদস্য বেগম মনোয়ারা, আওয়ামীলীগ নেতা শাখাওয়াত রুবেল, বাবুল দাশ বাবু, রকি চাকমা, মানিক কুমার চাকমা প্রমূখ।