তাহেরিয়া মোজাম্মেল হক সুন্নিয়া মাদ্রাসায় বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক ॥
তাহেরিয়া মোজাম্মেল হক সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত মাদ্রাসার হল রুমে বই বিতরণ করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল শুক্কুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল। বক্তব্য রাখেন তৈয়বিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. আখতার হোসেন চৌধুরী, মাদ্রাসার শিক্ষক মাওলানা রেজাউল করিম নঈমী। মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইয়াছিন রানা সোহেলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য আবদুল হালিম ভোলা সওদাগর, আলী আকবর সওদাগর, দেলোয়ার হোসেন দেলু, জয়নাল আবেদিন, মোজাম্মেল হকসহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. মনসুর আলী প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করা হয়।