
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ৩৩ মাস রাঙামাটি পার্বত্য জেলায় কর্মজীবন শেষে বদলি সূত্রে রাঙামাটি পার্বত্য জেলাকে বিদায় জানালেন পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর। শুক্রবার রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বিদায়ী পুলিশ সুপার বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়। বিদায় উপলক্ষে রাঙামাটি জেলা পুলিশের চৌকস দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। এরপর ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে পুুলিশ সুপারকে বসিয়ে সামনের দুই পাশের রশি ধরে রাঙামাটি জেলা পুলিশের সদস্যরা টেনে পুলিশ সুপারের কার্যালয় থেকে গেইট পর্যন্ত নিয়ে যায়। এসময় রাঙামাটি জেলা পুলিশ সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় পুলিশ সুপারকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানায় রাঙামাটি জেলার পুলিশ সদস্যরা।
মো. আলমগীর কবির ৩৩ মাস আগে দায়িত্ব গ্রহণের পর রাঙামাটি পলওয়েল পার্ককে সুসজ্জিত ও নতুন মাত্রা দেন। তাঁর এমন সৃজনশীল চিন্তাভাবনায় পার্কটি দেশ-বিদেশের পর্যটকদের দৃষ্টি আকর্ষণের সক্ষম হয়। এখন এই পার্কে প্রতিদিন কয়েক হাজার পর্যটক ভ্রমণ করে। পলওয়েল পার্ককে নতুন মাত্রায় দেয়ায় রাঙামাটির মানুষও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী পুলিশ সুপার মো. আলমগীর কবিরকে।