সাইফুল হাসান
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে ঝটিকা মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের গর্জনতলি থেকে ঝটিকা মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁঠালতলী ঘুরে বিএনপি দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, ছাত্রনেতা অলি আহাদ ও আব্দুল সালাম।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা করা হচ্ছে। তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতাদের ওপর হামলা। নেতৃবৃন্দ হামলার তীব্র নিন্দা জানিয়ে অবৈধ এ সরকারের হামলা ও মামলা প্রতিরোধ করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বানও জানান।