ব্রেকিংরাঙামাটি

ঢাকাইয়া নেজাম ও লাল মিয়া গং’র বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নির্যাতন-হয়রানির বিচার দাবিতে

ঢাকাইয়া নেজাম ও লাল মিয়ার অত্যাচার,চাঁদাবাজি, হুমকি প্রদান, ও জোর করে জমি দখল কারা সহ ডজনখানেক অভিযোগ করে পার্বত্য রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কতিপয় বাসিন্দার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে একটি পক্ষ । শনিবার সকালে রাঙামাটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন এলাকার নির্যাতিতরা।

আছিয়া বেগম নামের অভিযোগকারিদের পক্ষের এক নারী সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে তাদের জায়গা ডুবে যাবার পর থেকে তার পরিবার বালুখালি সাপমারা পাহাড়ে বসবাস করে আসছে, কিন্তু সাম্প্রতিক সময়ে কেপকো আজিজ লিমিটেড নামের একটি সংস্থা আমাদের জায়গা নিজের বলে দাবি করে, যা আদালতে বিচারাধীন। কিন্তু ঢাকাইয়া নাজিম কেপকো আজিজের সাথে হাত মিলিলে আমাদের বসত ভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে। ঢাকাইয়া নাজিম ও লাল মিয়া গং এক হয়ে আমাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাদের মিথ্যা মামলায় আমি, আমার ছেলে ও স্বামীকে পুলিশ গ্রেপ্তার করে, আমি জামিনে আসলেও তারা এখনো জেল হাজতে আছে।

তিনি আরও অভিযোগ করেন, ঢাকাইয়া নাজিম ও লাল মিয়া এলাকায় সন্ত্রাসী গ্যাং তৈরি করেছে। গ্যাংয়ের সদস্যরা চাঁদাবাজি, হুমকি, পাহাড় এবং কাপ্তাই হ্রদ বেদখল করে চলছে। যারাই এসবের প্রতিবাদ করেন তাদেরকেই নির্যাতনের শিকার হতে হচ্ছে। তাদের ডরে-ভয়ে চুপচাপ ও এলাকা ছাড়া হয়েছে বেশ কটি পরিবারও। আছিয়া বেগম তার জীবনের নিরাপত্তা ও মামলা থেকে তার স্বামী ও ছেলের মুক্তি দাবি করেন।

একই এলাকার বেশ কয়েক জন বাসিন্দাও একই অভিযোগ করে সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তা ও এলাকার শৃংখলা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেছেন।

সংবাদ সম্মেলনে আছিয়া বেগম ছাড়াও উপস্থিত ছিলেন মোঃ করিম মিয়া, আব্দুল হাকিম, মোঃ নুরুন নবী, নিশাত দেওয়ান, তার সকলেই বালুখালী সাপমারা পাহাড়ে বাসিন্দা। সংবাদ সম্মেলনের আগে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =

Back to top button