পার্বত্য চট্টগ্রামের প্রথম পিএইচডি ডিগ্রিধারি নারী ও রাঙামাটি সরকারি কলেজ এর সাবেক উপাধ্যক্ষ ড. আলো রাণী আইচ রবিবার পরলোকগমন করেছেন।
দীর্ঘদিন ধরে নানান রোগে আক্রান্ত আলোরাণী আইচ রবিবার দুপুর সাড়ে তিনটায় রাঙামাটি সদর হাসপাতালে শেষ নি:শ^াস ত্যাগ করেছেন। প্রয়াতের একমাত্র পুত্র রাজা পালিত বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে পার্বত্য চট্টগ্রামের অত্যন্ত সুপরিচিত ও বিদ্বান এই নারির মৃত্যুতে রাঙামাটিজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার ছাত্রছাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় শিক্ষিকার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
প্রয়াত ড. আলো রাণী আইচ শিক্ষকতা ছাড়াও বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। পরে দীপংকর তালুকদারকে সমর্থন করে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছিলেন তিনি।
8 Comments
Rip
RIP
না মিথ্যা
RlP
গভীর শোক প্রকাশ করছি।তাঁর বিদেহী আত্মা সুখে থাকুক।
গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
Rip…..
সুগতি কামনা করছি।