কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুটি। টানা বর্ষনের ফলে ৭২৫ বর্গকিলোমিটার আয়তনের এই হ্রদের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় শুধু সেতুটিই নয়, ডুবে গেছে জেলার বাঘাইছড়ি,লংগদু,কাপ্তাই ,ফারুয়া,সাজেকের নীচু এলাকাসহ বিস্তির্ণ এলাকা।
বাঘাইছড়ি উপজেলার মধ্যমপাড়া,মাস্টারপাড়া,পুরাতন মারিশ্যা,পশ্চিম মুসলিম ব্লক,কলেজপাড়া, হাজীপাড়া, উগলছড়ি, লাল্যাঘোণা, এফ ব্লকসহ বিভিন্ন এলাকা এখন পানির নীচে। সেখানে প্রায় একহাজার মানুষ ইতোমধ্যেই পানিবন্দী হয়ে পড়েছে বলে জানা গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: তাজুল ইসলাম জানিয়েছেন, ওই উপজেলার সবগুলো প্রাথমিক বিদ্যালয়কেই আপাতত আশয়কেন্দ্র হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। সবাইকে নিরাপদে সরে আসার জন্য অনুরোধ করেছি আমরা।
অন্যদিকে শনিবার বিকাল নাগাদ প্রায় আড়াই ফুট পানির নীচে তলিয়ে যায় রাঙামাটির ঝুলন্ত সেতুটির পাটাতন। ফলে বন্ধ করে দেয়া হয়ে পর্যটক প্রবেশ। অনেক পর্যটককেই হতাশা নিয়ে ফিরে আসতে দেখা গেছে।
রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানিয়েছেন, সেতুটি ডুবে যাওয়ার পর আমরা পর্যটক প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছি। আশা করছি শীঘ্রই হ্রদের পানি কমে যাবে এবং সেতুটি আবারো পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
১১ Comments
কিস অফ ডেথ
তোকে এখানে নিয়ে ছেড়ে দিব ??
shb shmy tor ulta kotha?
তুই বাচাও বাচাও করবি আর আমি বাংলা সিনেমার জসিম এর মত তোকে আচাতে আসব।সেই হবে ??
jabi na jhulonto bridge a??? Farhan Ahmed
🙁
Vai, ctg road ki clear? Kal ki jaowa jabe, janaben pls,
yes…. this clear…..but where would you like to go??
Acha vai ctg thake range mati kato during?
ভালো
R eeee vai dubeni tooo. Bar bar ki r setu dubte pare. Porjoton kortipokkho setur kasthogulo majhe majhe seasoning kore, mojbut r tekaoi korar jonno.
Vul val bujhaien public der.