রাঙামাটিতে সাইকেল নিয়ে ঘুরতে আসা চট্টগ্রামের লালখান বাজার মতি ঝর্না এলাকার বাসিন্দা মো. ইশতিয়াক আহমেদ নামে এক সাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের মানিকছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
তার সফরসঙ্গী দুই সাইকেল আরোহী আফজার হোসেন ও শরিফ জানান, শুক্রবার চট্টগ্রাম থেকে রাঙামাটি আসার পথে দুপুর সাড়ে ১২টার দিকে রাঙামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়ি এলাকায় পাহাড়ি রাস্তা নামার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইশতিয়াকের সাইকেলকে চাপা দেয়। বিপরিত দিক থেকে আসা ট্রাক কোন হরণ না বাজিয়ে এসে সাইকেল আরোহী ইশতিয়াককে চাপা দেয়। তারা বলেন, শখের বশে রাঙামাটিতে সাইকেল চালাতে এসে ইশতিয়াকের মৃত্যু হলো।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে ইশতিয়াকে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাঙামাটি কোতয়ালী থানার এসআই লিমন ঘোষ জানান, তিন বন্ধু চট্টগ্রাম থেকে রাঙামাটি আসতেছিলো এসময় মানিকছড়ি এলাকায় গাছ বোঝাই ট্রাকের সাথে এ দুর্ঘটনা ঘটে। নিহতকে ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
অন্যদিকে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও রাবার বাগান এলাকায় পুলিশ ট্রাকটিকে আটক করতে পারলেও ট্রাকের চালক ও হেলপার এসময় পালিয়ে যায়।
এদিকে সাইকেল আরোহীর মৃত্যুতে শোক জানিয়েছেন H T Riders নামে একটি বাইকার সংগঠন। তাদের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সাইকেল আরোহী ইশতিয়াকের মৃত্যুতে সংগঠনটি গভীর শোক প্রকাশ করেছে। একই সাথে ঘাতক ট্রাক চালকের শাস্তির দাবি জানানো হয়। তারা বলেন, পরিবেশবান্ধব সাইকেল আরোহণে রাঙামাটি একটি জনপ্রিয় জায়গায় পরিণত হতে যাচ্ছে এমন সময় এই ধরনের দুর্ঘটনা দুঃখজনক এবং এই এলাকার সুনামকে ক্ষতিগ্রস্ত করবে। ভবিষ্যৎতে যাতে আর কোন আরোহীকে এমন দুর্ঘটনায় পড়তে না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন সংগঠনটি।
9 Comments
এবালা কেন লাগের??
তার যাইগায় যদি আপনি হতেন,তাহলে কেমন লাগবে??
বিপদ যে কোন সময় আসতে পারে।।
দুঃখ জনক ৷
রাঙামাটি সাংবাদিকরা কি খেয়ে গুম যায়,,,একবার শুনি মোটরসাইকেল আরোহী, আবার শুনছি সাইকেল আরোহী, ঠিক করে বুুজে পোষ্ট করেন
গাজা খেয়ে ভাই হা হা হা ।
hudu mujjonde???
হুদাই পাংখামি করতে যায় পোলাপাইন। ,,,,,
Shahadat Saymon