
বান্দরবানে ট্রাকের চাপায় এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার মেঘলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিক্ষক শওকত হোসেন বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আইসিটি বিভাগের শিক্ষক ও চট্টগ্রামের পদুয়া ৪নং ওয়ার্ডের মীরাপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।
শনিবার দুপুরে নিজ বাড়ী পদুয়া থেকে বান্দরবান আসার পথে জেলা শহরের মৃত্তিকা ও পানি সংরক্ষণ কেন্দ্র আসলে কলা বোঝায় একটি ট্রাক মোটর সাইকেলকে চাপা দিলে মোটর সাইকেল চালক শিক্ষক শওকত নিহত হয়। দুর্ঘটনায় মাথায় প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারনে ঘটনাস্থলেই মারা যান শওকত হোসেন। ঘটনার পর নিহত শিক্ষকের লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়, পরে ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে জেলা পুলিশ।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সদর হাসপাতালে ছুটে যান পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারী কর্মকর্তা এবং সহকর্মী শিক্ষকরা। এদিকে শিক্ষকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।