গত তিন দিনের টানা বর্ষণে পাহাড় ধসের ক্ষতি থেকে রক্ষায় খাগড়াছড়ির দীঘিনালায় ঝূঁকিপূর্ণ বসবাসকারীদের সোমবার সরিয়ে নিয়েছে প্রশাসন। এদের মধ্যে কয়েক পরিবার দুইটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, বাকিরা উঠেছেন স্বজনদের বাড়িতে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কবাখালি ইউনিয়নের কবাখালিতে, বিশেষ করে আলীনগর এলাকায় পাহাড় ধসের আশংকা রয়েছে। সেখানে ঝূঁকিপূর্ন অবস্থায় বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হয়েছে। তাদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে কবাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি খোলে দেওয়া হয়েছে। এছাড়া মেরুং ইউনিয়নের মধ্যবোয়ালখালি এলাকায় রসিকনগর দাখিল মাদ্রাসা টিলার পাদদেশে ঝূঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদেরও সরিয়ে নেওয়া হয়েছে। তাদের কয়েক পরিবার মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন, বাকিরা আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহীদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড় ধসের কারণে ক্ষয়ক্ষতি এড়াতে তিনি প্রতিটি এলাকা সরেজমিনে গিয়ে পরিদর্শন করছেন এবং সকল এলাকার লোকজনরে সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন।