নিজস্ব প্রতিবেদক ॥
টানা দুই চ্যাম্পিয়নকে হারিয়ে সুপারে ফোরে কনফিডেন্স ক্রিকেট একাডেমি। শুক্রবার রাঙামাটি পৌরসভা প্রথম বিভাগ ক্রিকেট লীগে সাবেক লীগ চ্যাম্পিয়ন সাউথ রাঙামাটিকে সাত উইকেটে হারিয়ে রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমি সুপার ফোরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে গেলো। এর আগের ম্যাচে আরেক লীগ চ্যাম্পিয়ন প্রগতি সংঘকে ৭৬ রানে পরাজিত করে কনফিডেন্স ক্রিকেট একাডেমি।
সকালে টসে জিতে সাউথ রাঙামাটি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কনফিডেন্সের মোজাম্মেল হোসেন জনি ও ইনজামামের ওপেনিং বোলিংয়ে সাউথ বিপদে পড়ে যায়। নিয়মিত বিরতিতে সাউথ উইকেট হারাতে থাকে। সাউথের জাবেদ ও মেহেদি ব্যাটিংয়ে হাল ধরার চেষ্টা করলেও কনফিডেন্সের আরেক ফাস্ট বোলার রিয়াদের দুর্দান্ত এক ওভারে সব লন্ডভন্ড হয়ে যায়। মোজাম্মেল হোসেন জনি ৩টি, রিয়াদ ৩টি ও ইনজামাম ২টি করে উইকেট নিয়ে সাউথ রাঙামাটিকে ২৯.৪ ওভারে মাত্র ৯৮ রানে অলআউট করে দেয়।
বিরতির পর কনফিডেন্স ক্রিকেট একাডেমি নাজিম ও শামিমের মারকুটে ব্যাটিংয়ে ১২ ওভারে ৯৯ রান করে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে। এ জয়ে রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমি লীগ অভিষেকেই সুপার ফোরে উঠে চমক সৃষ্টি করে। সুপার ফোরে উঠা অন্য দুটি দল হল আগামী সংঘ ও রফিক স্মৃতি ক্রিকেট ক্লাব। শনিবার বীরশ্রেষ্ঠ মুন্সি আঃ রউফ ও প্রতিভা ক্লাবের মধ্যে বিজয়ী দল চতুর্থ দল হিসেবে সুপার ফোরে উঠবে।