শনিবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিসিবি অনূর্ধ্ব-১৬ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা দল নিজেদের শেষ ও চতুর্থ ম্যাচে ফিরতি ম্যাচে চট্টগ্রাম জেলা অনুর্ধ্ব ১৬ দলের কাছে ৫ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে।
রাঙামাটি জেলা দল সকালে টসে জয়লাভ করে নিজেরা ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে রাঙামাটি জেলা দল ব্যাটিং ব্যার্থতায় ৪২ ওভারে সব উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে।রাঙামাটির শান্ত দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান ও রুপায়ন ১৭ রান করে।বাকীরা অাসা যাওয়ার মিছিলে যোগ দেয়।
বিরতির পর চট্টগ্রাম জেলা দল জয়ের জন্য ১২৩ রানের লক্ষে খেলতে নেমে ধীরে সুস্থে ব্যাটিং করতে থাকে।রাঙামাটি বোলারদের বিপক্ষে ভালো ব্যাটিং করে ৩৩.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় ১২৩ রান করে বড় ব্যবধানে জয়লাভ করে।
রাঙামাটি প্রথম ম্যাচে সিলেটকে ১৫ রানে পরাজিত করে পরের তিন ম্যাচ টানা হেরে গ্রুপ থেকে বিদায় নেয়। এই গ্রুপে ডাবল লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়েছে। দলের সাথে কোচ হিসেবে রয়েছেন মহিতোষ ও ম্যানেজার হিসেবে রাশেদ।
এইমাত্র প্রকাশিতঃ
- ডিসির নামে টাকা নিয়েছেন শুনে ক্ষেপলেন জেলা প্রশাসক
- রামগড়ে প্রশিক্ষণার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ বিজিবির
- অভিলাষ ক্রিকেট ক্লাবকে পৌরসভার আসবাব প্রদান
- অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকুক: নানিয়ারচরে দীপংকর
- বিলাইছড়ি নীলাদ্রি রিসোর্ট: যেখান দেখা মিলে মেঘ-রৌদ্রের লুকোচুরি দৃশ্য
- রামগড়ে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- রাঙামাটি শহরের অটোরিক্সা ভাড়া পুনর্নির্ধারণ; যান চলাচল শুরু
- মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত