জিয়াউল জিয়া
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়াসহ জেলার বিভিন্ন পর্যটন উদ্যোক্তাগণ।
সভায় বক্তারা বছরের ৩ মাস ঝুলন্ত সেতু পানিতে ডুবে থাকায় ক্ষোভ প্রকাশ করেন একই সাথে দ্রুততম সময়ের মধ্যে এর স্থায়ী সমাধানের আহ্বান জানান। রাঙামাটির সুবিশাল কাপ্তাই লেককে কাজে লাগিয়ে পর্যটন বিকাশ সম্ভব হলেও সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ না হলে এই অবস্থার কোন পরিবর্তন হওয়ার সম্ভবনা নেই বলে মন্তব্য করেন আলোচকরা।
তারা বলেন, পাহাড়ের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীকে পর্যটনে সম্পৃক্ততার মাধ্যমে তৃণমূল জনগণকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে।
অপার সম্ভাবনা থাকার পরেও সমন্বয়হীনতার অভাবে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানো যাচ্ছে না বলে মন্তব্য করেন সভায় বক্তারা।