কাপ্তাই উপজেলার পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ হতে মাইকিং করা হচ্ছে। এছাড়া রোববার ও সোমবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বিভিন্ন পাড়ায় গিয়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
তথ্য কর্মকর্তা মো: হারুন জানান, উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সরিয়ে যাওয়ার জন্য প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান, নতুন বাজার ঢাকাইয়া কলোনি, শিলছড়ি, মিতিঙ্গাছড়ি, মুরালি পাড়া, কুকিমারা, মৈনপাড়া, দেবতাছড়ি, রাইখালিসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় যারা বসবাস করছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য তিনি নিজে গিয়ে অনুরোধ করছেন। প্রয়োজনে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলে প্রশাসন সহায়তা করবেন। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফও পাহাড়ে পাদদেশে ঝুকিঁপূর্ণ ভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানান।
1 Comment
আল্লাহ সবাইকে হেফ্জত করুন।আমিন।