নিজস্ব প্রতিবেদক
বুধবার শেষ রাতে পার্বত্য শহর রাঙামাটিতে ছুরিকাঘাতে নিহত ছাত্রলীগ নেতা জয় ত্রিপুরা হত্যার সাথে জড়িত সন্দেহে কাউকেই দুইদিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
হত্যাকান্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন জয়ের বড় ভাই সাগর ত্রিপুরা। মামলায় সুনির্দিষ্টভাবে কাউকেই আসামী করা হয়নি।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলছেন,‘ আমরা নানাভাবে চেষ্টা করছি,কারা ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করার। সন্দেহভাজনদের গ্রেফতারেও সচেষ্ট আছে পুলিশ।’
এদিকে জয় ত্রিপুরার খুনীদের গ্রেফতার ও বিচার দাবিতে শুক্রবার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। এতে উপস্থিতি ছিলেন পৌর মেয়র,উপজেলা চেয়ারম্যানসহ শ্রমিকলীগের সাধারন সম্পাদকও। সমাবেশে বক্তারা জয় ত্রিপুরার খুনিদের দ্রুত গ্রেফতারের আল্টিমেটাম জানিয়ে,দেরী হলে কঠোর কর্মসূচী দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
প্রসঙ্গত, বুধবার রাত আড়াইটায় রাঙামাটি সদর হাসপাতালে জেলা আওয়ামীলীগের অসুস্থ সাংগঠনিক সম্পাদক জমিরউদ্দীনকে দেখে ফেরার পথে সদর উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক জয় ত্রিপুরাকে হাসপাতালের প্রধান গেটে একদল দুর্বৃত্ত গতিরোধ করে পেটে ছুরিকাঘাত করে হত্যা করে।