জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করেছে রাঙামাটি ছাত্রলীগ। সোমবার রাতে ছাত্রলীগের উদ্যোগে রাঙামাটি শহরের কলেজ গেইটস্থ মোটেল জর্জে এই অনুষ্ঠান পালিত হয়।
বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার সহ- সভাপতি সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক চন্দ্রজিত দেওয়ান, ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক বাবু, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হাসান মুরাদ, সভা সঞ্চালনায় ছাত্রলীগ নেতা সামিউল আলম রণ।
এ সময় বক্তারা বলেন, সজীব ওয়াজেদ জয়ের শিক্ষালব্ধ জ্ঞান ও প্রচেষ্টার ফলে ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তব। তিনি তরুণ প্রজন্মের আইকন সমৃদ্ধ বাংলাদেশের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।
বক্তারা আরও বলেন, প্রযুক্তি আজ বাংলাদেশ সারা বিশ্বের আইকন। তাঁর প্রচেষ্টা আর অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমরা প্রযুক্তি ব্যবহারের শীখরে পৌছাতে পেরেছি। দেশের লাখ তরুণ ঘরে বসে আয় করতে পারছে, নিজেন একজন সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠা করতে পারছে। হাজার কোটি ডলার আয় করে দেশের তরুণরা নিজের ভাগ্য বদলের পাশাপাশি দেশের উন্নয়নে ভুমিকা রাখছে।
পরে ছাত্রলীগ নেতাকর্মীরা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করে।